সারাক্ষণই যে বোধগুলি
চৈতন্যর মগডালে
কাটাঘুড়ির মত লটকে আছে
নিরন্তর ওড়ার চেষ্টায়-
তারাই তছনছ করে আমার ভুবন,
ব্লটিং পেপারের মতো
যাবতীয় রূপ-রস-গন্ধ-বর্ণ
কৈশিকী ধর্মে শুষে
যৌবনেই অনার্দ্র রাখে আমায় ।
মাংসহীন পিঞ্জরে
হা হা হাওয়া পারাপার করে।